বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক অলি খান পেঁয়াজু বানিয়ে বিশ্ব রেকর্ড করেছেন। মঙ্গলবার লন্ডনের মুসলিম সেন্টারে ১৭৫ দশমিক ৭ কেজি ওজন পরিমাণে পেয়াজু বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি।
গার্ডিয়ানের খবর অনুযায়ী, পেয়াজুটি বানাতে অলি খান ও তার দলের সময় লেগেছে আট ঘন্টা। এতে তেল খরচ হয়েছে ৫০০ লিটার।
বিশ্ব রেকর্ড করার পর অলি খান তার দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ তারা আমার পাশে থাকায় অবিশ্বাস্য এ বিজয় সম্ভব হযেছে।’
তিনি আরও বলেন,’ এ জয় শুধু আমাদেরই নয়। বৃটেনে থাকা গোটা বাঙালি জাতির জন্য গর্বের।’
দাতব্য তহবিল সংগ্রহ এবং গৃহহীন মানুষকে সাহায্য করার জন্যই অলি খান পেয়াজু বানিয়ে বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছিলেন বলে জানা গেছে।
Development by: webnewsdesign.com