সুষ্ঠু পরিবেশ ও নির্বাচনি পরিবেশের অপেক্ষায় আছি: মুজিবুল হক চুন্নু

রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ | ৮:৩৭ অপরাহ্ণ

সুষ্ঠু পরিবেশ ও  নির্বাচনি পরিবেশের অপেক্ষায় আছি: মুজিবুল হক চুন্নু
সুষ্ঠু পরিবেশ ও নির্বাচনি পরিবেশের অপেক্ষায় আছি: মুজিবুল হক চুন্নু
apps

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সুষ্ঠু পরিবেশ হবে। আমরা সেই সুষ্ঠু পরিবেশ হওয়ার জন্য অপেক্ষায় আছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে সে ব্যাপারে তার দল এখনো পুরোপুরি নিশ্চিত না।

রোববার দুপুরে বনানীতে পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. মুজিবুল হক চুন্নু এসব কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিব বলেন, কারও সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষিতে আমরা আর নেই। আমরা বলেছিলাম ৩০০ আসনে মনোনয়ন দেব; তাই দিয়েছি, কয়েকটা হয়তো দিতে পারিনি। আমরা আমাদের নিজেদের শক্তিতে নির্বাচন করতে চাই। কারও সঙ্গে সমন্বয় বা যোগাযোগ আমাদের হয়নি, আমাদেরও ইচ্ছা নেই।

তিনি বলেন, আমরা একটা জিনিস চাই, নির্বাচন ভালো পরিবেশে হবে। সুষ্ঠু পরিবেশে হবে। নির্বাচনে ভোটার আসবে এ রকম আস্থার অবস্থা সৃষ্টি করতে হবে। ভোটার এলে ভোট দিতে পারবে এ রকম একটা বিশ্বাসযোগ্য অবস্থার সৃষ্টি হোক, নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের প্রথম এবং শেষ কামনা।

এক প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টিতে মান-অভিমান নেই। জাতীয় পার্টির বাইরে বহিষ্কৃতদের ভেতরে মান-অভিমান থাকতেই পারে। সেটা তাদের বিষয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে যে দল, সাংগঠনিক কাঠামো আছে সেখানে মান-অভিমান দেখি না।

তিনি বলেন, নির্বাচনে আমাদের ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৮০০। সবাইকে মনোনয়ন দিতে পারিনি, ২৯৬টিতে মনোনয়ন দিয়েছি। এর মধ্যে যারা পাননি, তাদের মান-অভিমান আছে। আমাকে অনেকে বলেছেন।

Development by: webnewsdesign.com