আমেরিকা-ব্রিটিশরা আমাদের বন্ধু আমাদের মালিক না, মালিক আল্লাহ: পরিকল্পনামন্ত্রী

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | ৪:২৬ অপরাহ্ণ

আমেরিকা-ব্রিটিশরা আমাদের বন্ধু আমাদের মালিক না, মালিক আল্লাহ: পরিকল্পনামন্ত্রী
আমেরিকা-ব্রিটিশরা আমাদের বন্ধু আমাদের মালিক না, মালিক আল্লাহ: পরিকল্পনামন্ত্রী
apps

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন অবশ্যই, অবশ্যই হবে। নির্বাচন প্রক্রিয়ায় না এসে একটি দল আছে গণ্ডগোল লাগাতে চায়। ভেজাল লাগাতে চায়। অন্য দেশের মানুষকে এনে বিচার করতে চায়। এই বিচার আমরা মানি না। আমাদের আইন-কানুন আমরা মানি।

আমেরিকা-ব্রিটিশরা আমাদের বন্ধু আমাদের মালিক না। মালিক আল্লাহ। তারা আসবে বসবে চা খাবে চলে যাবে। ভালো কথা বললে আমরা শুনবো। কিন্তু আমাদের ঘরের বিষয়, ভোটের বিষয় কোর্ট কাচারির বিষয় আমরা নিজেরা সমাধান করবো। একটি দল আছে গণ্ডগোল লাগিয়ে ক্ষমতায় আসতে চায়, এটা আমরা হতে দিবো না।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা হাওরের মানুষ আমরা শান্তি চাই। আমরা জ্বালাও পোড়াও চাই না। আমাদের দরকার সড়ক, ব্রিজ স্কুল-কলেজ, বাজার হাসপাতাল। আমাদের দরকার আরও বেশি উন্নয়ন। আমাদের প্রতি শেখ হাসিনার বিশেষ নজর আছে। তাই আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমাদের স্বার্থেই জন্যই আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বিএনপির তফসিল প্রত্যাখ্যান সম্পর্কে মন্ত্রী বলেন, উনারা প্রত্যাখ্যান করবে তো আগেই বলেছে। উনারা শেখ হাসিনার বৈধ সরকারকে তাড়িয়ে তারা অন্যভাবে ক্ষমতায় আসতে চায়। তারা নির্বাচন প্রক্রিয়ায় স্বস্তিবোধ করে না। চিঠি আসছে বিভিন্ন জায়গা থেকে এটাতো বিষয় নয়। আমরা আমাদের আইন মানবো, নির্বাচনের বিষয়টা পরিষ্কার আমাদের আইনে আছে সে অনুযায়ী চলবে। চিঠি তো আসতে পারে কেউ না করবে না। চিঠি আসবে চিঠি পড়বো, চিঠির জবাব আমরা দিবো। আমার দলের কর্তৃপক্ষ আছে তারা দিবে।

এর আগে সকালে শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের খোঁজ-খবর ও কুশল বিনিময় করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Development by: webnewsdesign.com