নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের মামলা,হামলার শিকার ত্যাগীদের বাদ দিয়ে জেলা ছাত্রদল কর্তৃক ঘোষণা করা কমিটি প্রত্যাখান করে সেনবাগে ঝাড়ু ও জুতা মিছিল করেছে আহবায়ক পদ প্রত্যাশী ৬ মামলার আাসামী রবিউল হাসান তুহিনের অনুসারী কর্মী সমর্থকরা। শনিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কয়েশ নেতাকর্মী সেনবাগের ছমির মুন্সির হাট বাজারের ফেনী-নোয়াখালী মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল করে।এ সময় বিক্ষোভকারীরা নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সেক্রেটারী আবু হাসান নোমান এর বিরুদ্ধে টাকার বিনিময়ে যোগ্য মামলা হামলার শিকার ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে অযোগ্যদের দিয়ে কমিটি ঘোষণা করার অভিযোগ তুলে তারা বিক্ষোভ মিছিল বের করে।এসময় দুখু ও নোমানের দুই গালে ঝাড়ু ও জুতা মারো তালে তালে সহ বিভিন্ন শ্লোগান দেয় এবং অভিলম্বে আহবায়ক কমিটি বাতিলের দাবী জানান।
শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু ও সেক্রেটারী আবু হাসান নোমান স্বাক্ষরিত ঘোষিত কমিটিতে আহবায়ক করা হয় মোঃ সানাউল্লাকে এবং আনোয়ার হোসেনকে সদস্য সচিব ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে অপর আহবায়ক পদ প্রত্যাশী ২৪ মামলার আসামী ফখরুল ইসলাম রুবেলকে ঘোষিত ১নং যুগ্ম আহবায়ক করার প্রতিবাদে সেনবাগের ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের
বিএনপির সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইউনিয়ন বিএনপি।
Development by: webnewsdesign.com