পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা কিন্ডার গার্টেন সোসাইটির আওতায় ১১টি কিন্ডার গার্টেন স্কুলের ২৪২ জন (কেজি হতে ৪র্থ শ্রেণি) ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্ডার গার্টেনের ১১ টি স্কুলে শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ভেন্যু ব্যবহার করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত- ২৩ ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং ২৪ ডিসেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শেষ হয়। বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন নিতিশ চন্দ্র বর্মন অধ্যক্ষ আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সহিদুল ইসলাম হল সচিব ও খাদেমুল ইসলাম সার্বিক পরির্দশন এবং চয়ন কুমার সেন সার্বিক দায়িত্বে ছিলেন।
এই সময় কেন্দ্র পরিদর্শন করেন গণেশ চন্দ্র ঘোষ ভানু সভাপতি আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী ও তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ, তোড়িয়া সিমান্ত কিন্ডার গার্টেন সহ নকিবুল হাসান(বাদশা) অধ্যক্ষ-সর্দারপাড়া কিন্ডার গার্টেন। জনাব মনছুর আলী তোড়িয়া কিন্ডার গার্টেন সহ দুলাল হোসেন অধ্যক্ষ হলি চাইল্ড কিন্ডারগার্টেন, ধামোর, অধ্যক্ষ মানিকপীর সোনালী কিন্ডারগার্টেন স্কুল নলপুখুরী, দিলীপ চন্দ্র বর্মন, অধ্যক্ষ ফুলকুড়ি কিন্ডাগার্টেন স্কুল সহ অধ্যক্ষ-মেধা বিকাশ মডেল কিন্ডার গার্টেন সহ ব্যক্তিবর্গ কিন্ডারগার্টেন পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর হয়েছে বলে প্রকাশ করেন।
Development by: webnewsdesign.com