প্রতি আসনে লড়ছে ১১ জন.......

শাবিসহ ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল শুরু

শনিবার, ১৬ অক্টোবর ২০২১ | ৫:০৯ অপরাহ্ণ

শাবিসহ ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল শুরু
apps

আগামীকাল ১৭ অক্টোবর-এ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। এতে প্রতি আসনে লড়ছেন ১১ জন শিক্ষার্থী। এই ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এব সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ও রয়েছে।

গুচ্ছ ক ইউনিটর (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র অংশগ্রহণ করবে ৪ হাজার ৭১০ পরীক্ষার্থী। বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকালে গুচ্ছ ভর্তি পরীক্ষার শাবি কেন্দ্রের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষায় শাবি কেন্দ্রে ৩টি ইউনিটে ৭ হাজার ৫৪২ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ১৭ অক্টোবর ক ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৪৭১০ জন। বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক থাকবে।

এছাড়া তিনি জানান, আগামী ২৪ অক্টোবর খ ইউনিটে মানবিক বিভাগে ১৯৬৫ জন এবং ১ নভেম্বর ‘গ ইউনিটে বানিজ্য বিভাগে ৮৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখায় তিন ইউনিটে মোট ২২ হাজার ১৩ সিট রয়েছে। আসনগুলোর বিপরীতে আবেদন করেছে ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এতে এ ইউনিটে ১ লক্ষ ৩১ হাজার ৯০১জন, বি ইউনিটে ৬৭ হাজার ১১৭ জন এবং সি ইউনিটে ৩৩ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এতে সারা বাংলাদেশে ২৬টি কেন্দ্রে ১ লক্ষ ৩১ হাজার ৯০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া আগামী ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জিএসটির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে। এতে মোট ১০০ নম্বরের এম সি কিউ পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলায় ১০, ইংরেজিতে ১০, রসায়ন ২০, পদার্থবিজ্ঞান ২০ নম্বর। আর বাকি ৪০ নম্বর আইসিটিতে। মানবিক বিভাগের ক্ষেত্রে বাংলায় ৪০ এবং ইংরেজিতে ৩৫ ও আইসিটিতে ২৫ নম্বর। ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান ২৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় থাকছে ২৫, বাংলা ১৩, ইংরেজিতে ১২, আইসিটিতে ২৫ নম্বর। পরীক্ষায় নেগেটিভ মার্কিং এ প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ কাটা যাবে। তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না।

পরীক্ষার কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আশা করি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। আমাদের প্রত্যাশা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও এই প্রক্রিয়ায় যুক্ত হবে।’

Development by: webnewsdesign.com