রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, (১০ অক্টোবর) রবিবার দুপুর ২টায় ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd ) প্রবেশ করে ফলাফল দেখতে পারবে।
রাবি সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটে কৃতকার্য শিক্ষার্থীরা আগামী ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তাদের পছন্দের বিষয় (সাবজেক্ট) সিলেকশন করার সুযোগ পাবে। তারপর চূড়ান্ত মেধাতালিকা ২৩ অক্টোবর প্রকাশ করা হবে এবং ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু হবে।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটের ভর্তি পরীক্ষায় ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও ৩৩ হাজার ৪৪৭ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ‘সি’ ইউনিটে আসন রয়েছে ১৬১২ টি।
Development by: webnewsdesign.com