ঢাবির খ ইউনিটের পরীক্ষায় রাবিতে উপস্থিতি ৮৯ শতাংশ

শনিবার, ০২ অক্টোবর ২০২১ | ৬:৪২ অপরাহ্ণ

ঢাবির খ ইউনিটের পরীক্ষায় রাবিতে উপস্থিতি ৮৯ শতাংশ
apps

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের খ উনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খ ইউনিটে রাবিতে মোট পরীক্ষার্থী ছিলো ৬ হাজার ৩৭৭ জন। এরমধ্যে উপস্থিত হয় ৫ হাজার ৬৮৩ জন। অনুপস্থিত ছিলো ৬৯৪ জন। উপস্থিতির হার শতকরা ৮৯.১২ ভাগ। অনুপস্থিতির হার শতকরা ১০.৮৮ ভাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Development by: webnewsdesign.com