সিলেট জগন্নাথপুরে পেয়াজের বাজারে আগুন: মনিটরিং এর দাবি ভূক্তভুগী ক্রেতাদের

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

সিলেট জগন্নাথপুরে পেয়াজের বাজারে আগুন: মনিটরিং এর দাবি ভূক্তভুগী ক্রেতাদের
apps

জগন্নাথপুরে পেয়াজের বাজারে আগুন, মনিটরিং না থাকায় ব্যাবসায়ীরা মনগড়া মূল্য নির্ধারণ করে বিক্রয় করছেন পেয়াজ। এক এক দোকানে এক এক মূল্য থাকায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

জগন্নাথপুর বাজার ঘুরে দেখা যায় হাবিব ট্রেডার্স, হাবিব স্টোর ৩, হাবিব স্টোর ১, বাউধরন ভেরাই টিজ স্টোর, ইসলাম ব্রাদার্স, রিয়ান ভেরাইটিজ স্টোর, গুরুদেব ভেরাইটিজ স্টোর, জবা ভেরাইটিজ স্টোর শাপলা বেকারী সহ বাজারের অসখ্য দোকানে দেখা যায় প্রতি কেজি পেয়াজ ৬০টাকা রেইটে বিক্রি করছেন।কয়েকটি দোকানে পেয়াজের কেজি ৭০টাকা বলে জানান ব্যাবসায়ীরা।

 

আবার দু একটি দোকানে প্রতি কেজি পেয়াজের মূল্য ৫৫ করে বিক্রি করতে দেখা যায়।পিয়াজের অসাবাবিক মূল্য বৃদ্ধিতে জগন্নাথপুর নি্র্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াছির আরাফাত জানান এটা জাতীয় সমস্যা, ক্রেতারাও বেশীবেশী করে ক্রয় করে মজুদ করছেন, এটাও টিকনা।তবে শিগ্রই মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং জুরদার করাহবে।

Development by: webnewsdesign.com