রাষ্ট্রদ্রোহিতা মামলায় সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯ | ৮:৩২ পূর্বাহ্ণ

রাষ্ট্রদ্রোহিতা মামলায় সাবেক পাক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ড
apps

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ইতিহাসে কোনো (সাবেক/বর্তমান) সেনা প্রধানের বিরুদ্ধে মৃত্যু দণ্ডাদেশ জারি করার ঘটনা এটাই প্রথম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থার নিউজে প্রকাশিরত এক প্রতিবেদনের তথ্য মতে,পাকিস্তানের পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমদ শেঠের নেতৃত্বে বিশেষ আদালতের তিন সদস্যের একটি বেঞ্চ রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সাবেক এই সামরিক শাসকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা।

২০১৪ সালে চিকিৎসা গ্রহণের জন্য রাষ্ট্রীয় অনুমোতি সাপেক্ষে পাকিস্তান ব্রিটেন চলে যান মোশাররফ। কিন্তু পরিবর্তীতে আদালত একাধিক নির্দেশ প্রদানের পরেও তা আমলে না নিয়ে বিদেশেই অবস্থান করেন তিনি। বর্তমানে লন্ডন ও দুবাইয়ে বসবাসরত রয়েছেন মোশাররফ।

Development by: webnewsdesign.com