মৌলভীবাজারে বাড়ন্তী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে মেধাবৃত্তি অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ

মৌলভীবাজারে বাড়ন্তী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে মেধাবৃত্তি অনুষ্ঠিত
apps
মৌলভীবাজার সদর উপজেলার বাড়ন্তী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে’র উদ্যোগে বাড়ন্তী সোস্যাল গ্রুপ এর পরিচালনায় এবং মরহুম আছকির মিয়ার স্মরণে ইউনিয়নব্যাপী মেধাবৃত্তি ২০২০অনুষ্ঠিত হয়েছে।
 ২৩  জানুয়ারী বৃহস্পতিবার উত্তর বাড়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশিষ্ট মুরব্বি আব্দুর রহমান তালেব এর সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান মুহিব ও মুজিব খাঁনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আজাদুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহিনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর বাড়ন্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মজনু মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মোবিন, ইনসাফ ফাউন্ডেশন এর আহবায়ক মুহিবুর রহমান মুহিব, নতুন ব্রীজ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সুমন আহমদ, বাড়ন্তী সোস্যাল গ্রুপ এর সদস্য ফখরুল ইসলাম, সাদিক আহমদ, মামুনুর রশিদ, হুমায়ুনুর রশিদ, তারেক আহমদ, মিলাদ আহমদ, ইমরান পাঠান, জিলাদ আহমদ, ইয়াসিন আহমদ, রশিদ আহমদ, সিতার আহমদ, লুৎফুর রহমান প্রমুখ।
 তাছাড়া  ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক শিক্ষার্থীদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে ৩ নং কামালপুর ইউনিয়নের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Development by: webnewsdesign.com