এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল শুরু

রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ | ৭:২৫ অপরাহ্ণ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ১ এপ্রিল শুরু
apps

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১ এপ্রিল শুরু হতে যাচ্ছে। রোববার ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার সময়সূচি প্রকাশ করলে সেখান থেকে এ তথ্য জানা গেছে। পহেলা এপ্রিল সোমবার থেকে ১১ মে পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। এরপর ১২ থেকে ২১ মের মধ্য ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগে শিক্ষার্থীদের হলে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

সকালের পরীক্ষা ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ও দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বিকালের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৬ দশমিক ৬৪ শতাংশ। আর মোট জিপিএ-৫ পেয়েছিল ২৯ হাজার ২৬২ জন। তার আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ৩৭ হাজার ৯৬৯ জন।

Development by: webnewsdesign.com