র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে দোয়ারাবাজর থানা এলাকায় গাঁজাসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে।
বুধবার (২২ জাানুয়ারি) রাত ১০টায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারের এরুয়াখাই গ্রামস্থ চশবাজার থেকে তাদেরকে আটক করে র্যাব-৯।
আটককৃত আসামীরা- দোয়ারাবাজারে এরুয়াখাইয়ের মৃত রহিম ছেলে মো. নুরু মিয়া (৩২), মৃত আলী হোসেনের ছেলে আব্দুল হাই (৬০), মৃত আব্দুল খালেকের ছেলে মো. ইব্রাহিম (২৮), মৃত ফজলুল হকের ছেলে মো. সিরাজ মিয়া (৫৫), মৃত রইচ উদ্দিনের ছেলে মো. মনির হোসেন (৩৫)।
আটককৃত আসামীদেরকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. সামিউল আলম।
Development by: webnewsdesign.com