ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩ মাদকসেবীকে ২ মাসের বিনাশ্রম কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বাপ্পী তাদের এই সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন-উপজেলার লালপুর নোয়াগাঁও গ্রামের কমল মিয়ার ছেলে জুনায়েদ (২২)। অপরজন হোসেনপুর গ্রামের আলী হোসেনের ছেলে বায়েজিদ (১৯) ও ভুট্টো মিয়ার ছেলে জুনায়েদ (২৪)।
এর আগে, সকালে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম অভিযান চালিয়ে লালপুর থেকে মাদকসেবনকালে তাদের আটক করেন।
উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস বলেন, সাজাপ্রাপ্তরা এলাকার মাদকের সাথে জড়িত চিহ্নিত ব্যক্তি। পুলিশ মাদকসেবনকালে তাদের হাতেনাতে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Development by: webnewsdesign.com