নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ

শনিবার, ১৪ জুন ২০২৫ | ২:০৯ অপরাহ্ণ

নওগাঁয় রক্তদাতা দিবসে পথচারীদের মাঝে শরবত বিতরণ
apps

শনিবার (১৪ জুন ২০২৫) বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নওগাঁ সদর হাসপাতালের সামনে পথচারীদের মাঝে দিনব্যাপী বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করেছে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল।

প্রচন্ড গরমে তৃষ্ণার্ত পথচারীরা। নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালে আসছে রোগী ও রোগীর স্বজনেরা। প্রচন্ড রোদের মাঝে পথচারীদের তৃপ্তি দিতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ কর্মসূচীর আয়োজন করে সামাজিক সংগঠন নওগাঁ ব্লাড সার্কেল। সারাদিনে প্রায় ৪০০ পথচারীর মাঝে শরবত বিতরণ করা হয়।

নওগাঁ ব্লাড সার্কেলের নির্বাহী পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “তৃষ্ণার্তদের পিপাসা নিবারণ করা প্রশংসনীয় এবং আল্লাহর কাছে প্রিয় একটি কাজ। এবার গরম আবহাওয়ার মাঝে আমরা মাসব্যাপী নওগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি। প্রথম দিনেই ব্যাপক সাড়া এবং প্রশংসা পেয়েছি, আলহামদুলিল্লাহ।”

নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ রিজভী আহম্মেদ রিজোয়ান বলেন, “প্রতি বছরই ১৪ জুন সারা পৃথিবীর সাথে একযোগে আমরা নওগাঁয় বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে থাকি। বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর সর্বশেষ গবেষণা অনুযায়ী বাংলাদেশে এক লাখ থ্যালাসেমিয়া রোগী আছে। যাদের প্রতি মাসে এক বা একাধিক ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এছাড়াও এনিমিয়া, ডায়ালাইসিস, সিজার, অপারেশন, এক্সিডেন্ট সহ প্রচুর রোগীর নিয়মিত রক্তের প্রয়োজন হয়। রক্তদাতাদের সাথে নিয়ে এবার আমরা পিপাসার্তদের তৃষ্ণা মেটাতে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণের উদ্যোগ নিয়েছি।”

ডা. মোঃ আব্দুল মতিন (এমবিবিএস, এমসিপিএস) বলেন, “নওগাঁ ব্লাড সার্কেলের মাধ্যমে অসহায় রোগীরা রক্তের সন্ধান পেয়ে থাকে৷ প্রাণ বাঁচানোর উসিলা তারা। আর এই প্রাণে উৎফুল্লতা আনতে পিপাসার্তদের মাঝে ঠান্ডা শরবত বিতরণের কর্মসূচী সত্যিই প্রশংসনীয়।”

Development by: webnewsdesign.com