দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ৭০ জন মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে বিএনপির এ অঙ্গসংগঠন। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পাগলা বাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ।
উপজেলা ছাত্রদল নেতা মানছুর আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা হারুন রশীদ হারুন, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ূন কবির, এডভোকেট সৈয়দ আলম, লিটন আহমদ, সাদিকুর রহমান জাকার, তানিম আহমদ ও জাহিদুল ইসলাম।
Development by: webnewsdesign.com