সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারি বৃহস্পতিবার র্যালিটি জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী, সমাজকর্মী মাশ^াদুল হক চৌধুরী রাসেল, উপজেলা মহিলা অধিদপ্তরের সহকারি কর্মকর্তা উনু মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া এবং মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী নারীগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
Development by: webnewsdesign.com