খেলা ছাড়ার পর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও সরাসরি কোচিংয়ে দেখা যায়নি শচীন টেন্ডুলকারকে।ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞের চেয়ারে মাঝেমধ্যে দেখা গিয়েছে তাঁকে। তবে এবার কোচ হিসেবে ক্রিকেট মাঠে ফিরছেন এই লিটল মাস্টার।
গত কয়েক মাস ধরে প্রবল দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এতে লক্ষাধিক জীবজন্তুর মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রায় ৩০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এজন্য ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আগামী ৮ ফেব্রুয়ারি চ্যারিটি ম্যাচ আয়োজন করতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গেছে, ওই টি-টোয়েন্টি ম্যাচে পন্টিংয়ের দলের কোচিংয়ের দায়িত্বে পেলেন ভারতীয় কিংবদন্তি শচীন। অন্যদিকে প্রতিপক্ষ শেন ওয়ার্ন একাদশের কোচিং করাবেন ক্যারিবীয় মহারথী কোর্টনি ওয়ালশ।
আরো জানা গেছে, বুশফায়ার ক্রিকেট ব্যাশ নামের ওই প্রীতি ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ যাবে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।
এদিকে চ্যারাটি ম্যাচে শচীনকে কোচ হিসেবে পাওয়ায় দারুণ খুশি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্টস। এ ব্যাপারে তিনি বলেন, ‘শচীন এবং ওয়ালশ দুজনেই চ্যারিটি ম্যাচে উপস্থিত থাকবেন। এটা আমাদের জন্য অনেক সম্মানের। তারা দুজনে ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অনেক সাফল্য পেয়েছেন। আমরা সে বিশেষ দিনে তাদের পেতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।
Development by: webnewsdesign.com