দীর্ঘ দিন পর হিলি বন্দর দিয়ে ভারত থেকে সজনেডাঁটা আমদানি

বুধবার, ১১ আগস্ট ২০২১ | ৪:০৮ অপরাহ্ণ

দীর্ঘ দিন পর হিলি বন্দর দিয়ে ভারত থেকে সজনেডাঁটা আমদানি
apps

মীম এন্টারপ্রাইজ নামক একটি আমদানি কারক প্রতিষ্ঠান রাজধানী ঢাকাসহ দেশের বাজারে চাহিদা থাকায় দীর্ঘদিন পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সজনেডাঁটা আমদানি করেছে।

মঙ্গলবার বিকেলে মিনি পিক-আপে সজনেডাঁটা নিয়ে ভারত থেকে হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে আবারও আমদানি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, মীম এন্টারপ্রাইজ নামক আমদানিকারক প্রতিষ্ঠান এর হিলি প্রতিনিধি অনিক সরকার।

তিনি জানান, রাজধানী ঢাকাসহ দেশের বাজারে বারোমাসি সজনেডাঁটার চাহিদা রয়েছে। তাই ভারতের উত্তর প্রদেশ থেকে ২৫০০ কেজি শজনে আমদানি করা হয়েছে। এসব সজনে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারে সরবরাহ করা হবে। সজনে গুলো প্রতি কেজি ৬০ টাকা কেজি দরে বিক্রি হবে বলে জানান তিনি।

এদিকে হিলি স্থলবন্দরের পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, দীর্ঘ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে সজনেডাঁটা আমদানি করা হয়েছে।

যেহেতু সজনে কাঁচামাল তাই এটির আমদানিকারক প্রতিষ্ঠান দ্রুত সময়ে যেন বাজারজাত করতে পারে সেদিকে লক্ষ্য রেখে সব ধরনের সহযোগিতা করা হয়েছে বলে জানান তিনি।

Development by: webnewsdesign.com