অবৈধভাবে আনা আমেরিকান ১৮টি ব্রাহমা গরু কোয়ারেন্টিনে

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | ৪:৩৫ অপরাহ্ণ

অবৈধভাবে আনা আমেরিকান ১৮টি ব্রাহমা গরু কোয়ারেন্টিনে
apps

যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে নিয়ে আসায় শাহজালাল বিমানবন্দর কাস্টমস থেকে সাদেক এগ্রোর ১৮টি ব্রাহমা গরু আটক করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এরপর ওই গরুগুলো নেওয়া হয়েছে সাভার প্রাণিসম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টিনে।

মঙ্গলবার (৬ জুলাই) কাস্টমস থেকে সাভার কোয়ারেন্টিনে নেওয়া গরুর মধ্যে ষাঁড়, গাভী ও বকনা রয়েছে বলে জানায় অধিদপ্তর।

এ বিষয়ে সাদেক এগ্রোর স্বত্বাধিকারী ইমরান হোসাইন বলেন, মন্ত্রণালয়ে এ বিষয়ে ৭ থেকে ৮ মাস আগে অনুমতির জন্য আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরইমধ্যে আমেরিকা থেকে না জানিয়েই গরুগুলো বুকিং দেওয়া হয়।

যদিও এ বিষয়ে সাভার প্রধান প্রাণি প্রজনন ও ডেইরি ফার্মের পরিচালক এস এম আউয়াল হক বলেন, এক বছর ধরে দেশে ব্রাহমা জাত সম্প্রসারণ বন্ধ। দুধ উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ব্রাহমা জাত নিয়ে আসা অবৈধ। এ বিষয়ে মামলা হবে, আদালত এর রায় দেবে।

Development by: webnewsdesign.com