সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট, অবস্থান করছে ৬ হাজার ৩২ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৮ পয়েন্ট।
ডিএসইতে আজ বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ৫৬০ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৬৪টির, অপরিবর্তিত আছে ৫২টির দর।
ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ন্যাশনাল পলিমার, বেক্সিমকো, প্রগতি ইনস্যুরেন্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, নর্দান ইনস্যুরেন্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স ও লুব-রেফ।
সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৯৪টির, দর অপরিবর্তিত আছে ২০টির। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকার।
Development by: webnewsdesign.com