লোহার খনির মজুদ ও পরিধি যাচাই

হিলিতে তৃতীয় কূপ খনন শুরু

বুধবার, ০১ জানুয়ারি ২০২০ | ৬:১২ অপরাহ্ণ

হিলিতে তৃতীয় কূপ খনন শুরু
apps

দিনাজপুরের হিলিতে লোহার খনির মজুদ ও পরিধি যাচাইয়ে তৃতীয় কূপ খনন শুরু করেছে বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।
এ উপলক্ষে বুধবার বেলা ২ টায় উপজেলার ভাটরা এলাকায় ৩য় কূপ খনন কাজের উদ্বোধন করেন দিনাজপুর- ৬ আসনের এমপি শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মঈন উদ্দিন আহম্মেদ, পরিচালক (অপরারেশন) নিজাম উদ্দিন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে ২০১৩ সালে উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে ২য় পর্যায়ে কূপ খনন করে সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নীচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তর পাওয়া যায়। বিশ্বের কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হলেও বাংলাদেশে এটিই প্রথম। এখানে সোনার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রুমিয়ামের উপস্থিতিও রয়েছে।
তারই ধারাবাহিকতায় উপজেলার ভাটারা গ্রামে তৃতীয় কূপ খননের কাজ শুরু করা হলো।

Development by: webnewsdesign.com