‘মানুষ যেন প্রতারিত না হন সেদিকে খেয়াল রাখতে হবে’

সোমবার, ২০ জানুয়ারি ২০২০ | ৯:২৭ অপরাহ্ণ

‘মানুষ যেন প্রতারিত না হন সেদিকে খেয়াল রাখতে হবে’
apps

বরিশাল রেঞ্জের (ডিআইজি) মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম বার) বলেছেন, সাধারণ মানুষ বিপদগ্রস্ত হলে সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে থানায় এসে হাজির হন। সেসব মানুষ কোনোভাবেই যেন প্রতারিত না হয় সেদিকে খেয়াল রেখে পুলিশকে কাজ করতে হবে।
তিনি বলেন, আমরা হয়ত সবার উপকার করতে পারব না কিন্তু পুলিশের মাধ্যমে কারো যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। থানায় কোনো অভিযোগ আসলে তা অফিসারদের নিরপক্ষভাবে তদন্ত করতে হবে।

 

 

 

 

সোমবার দুপুরে বরিশাল পুলিশ লাইন ড্রীলসেড সম্মেলন স্থানে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

জেলা এসপি মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, এসপি আব্দুর রাকিব, অতিরিক্ত এসপি নাইমুল হক প্রমুখ। পরে কল্যাণ সভার মাধ্যমে ডিআইজি, এসপিসহ বিভিন্ন কর্মকর্তারা সাত পুলিশ সদস্যকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় জেলার বিভিন্ন থানার পাঁচজন ওসিকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

Development by: webnewsdesign.com