চীনে একদিনে বিক্রি হচ্ছে ২০ কোটি মাস্ক !

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৭:৫৭ অপরাহ্ণ

চীনে একদিনে বিক্রি হচ্ছে ২০ কোটি মাস্ক !
apps

চীনে ভাইরাস ছড়িয়ে পড়ার পর কেবল চীনেই দিনে অন্তত ২০ কোটি মাস্ক বিক্রি হচ্ছে। সারাবিশ্বেই গত কয়েকদিনে মাস্কের চাহিদা তুঙ্গে। এমনকি মাস্ক কিনতে হলে জাতীয় পরিচয়পত্র দেখানোর মতো ঘটনা ঘটছে।

করোনাভাইরাসের জেরে মাস্ক থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিন, টিস্যু ও ওষুধ বিক্রি বেড়ে গেছে। সেই সঙ্গে ফুড সাপ্লিমেন্টের বিক্রি বেড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে।

চীনে এরই মধ্যে মাস্কের ব্যাপক সঙ্কট দেখা দিয়েছে। এবার সংযুক্ত আরব আমিরাতে মাস্কের ঘাটতি দেখা দিয়েছে। আজ বুধবার সে দেশে করোনাভাইরাসে আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই সে দেশের বেশিরভাগ ফার্মেসিতে মাস্কের জন্য হুমড়ি খেয়ে পড়ে মানুষজন।

গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, খুবই অল্প সময়ের মধ্যে আজ বুধবার ফার্মেসিগুলোতে মাস্কের মজুত শেষ হয়ে যায়। স্থানীয় অনলাইনে বেচাকেনার সাইটগুলোতে উন্নতমানের একেকটি এন-৯৫ মাস্কের দাম ১৪ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। আগে যা ছিল মাত্র ১৭৩ টাকা।

জানা গেছে, এন-৯৫ মাস্কের মজুত শেষ হয়ে গেছে। কোনো ফার্মেসিতে আর পাওয়া যাচ্ছে না। এত বেশি দাম সত্ত্বেও অনলাইন সাইটগুলো প্রতিবার এক বক্সের বেশি অর্ডার নিচ্ছে না।

Development by: webnewsdesign.com