সিলেট তামাবিল মহাসড়কে ভারতীয় চোরাই মৃত গরু: দূর্গন্ধ ছড়াচ্ছে

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০ | ৬:৪৮ অপরাহ্ণ

সিলেট তামাবিল মহাসড়কে ভারতীয় চোরাই মৃত গরু: দূর্গন্ধ ছড়াচ্ছে
apps

সিলেট তামাবিল মহাসড়কের দামড়ী ব্রীজের উত্তর পাশে ভারতীয় একটি মৃত গরু পড়ে আছে। এই গরুটি ওই স্থানে দুই দিন থেকে মৃতবস্থায় আছে। মৃত এই গরুটি থেকে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে এলাকার পরিবেশ ধংশ হচ্ছে। তাছাড়া অনেক রোগবালাই দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধারনা করা হচ্ছে ভারত থেকে চোরাই পথে আসা এই গরুটি গাড়ি থেকে ছিটকে পড়ে মরেগেছে। মৃত গরুটি দ্রুত সরিয়ে নিয়ে অন্যত্রে পুতে ফেলতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ।

 

 

 

 

 

জানা গেছে, সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দৈনিক হাজার হাজার ভারতীয় গরু-মহিষ চোরাই পথে বাংলাদেশে নিয়ে আসছে চোরাকারবারীরা। আর এসকল গরুর বৈধতার লাইসেন্স দিচ্ছেন হরিপুরের কথিত ইজারাদার খালিক ও রুবেল। তারা এই অবৈধ পথে আসা ভারতীয় গরুর সিট দিয়ে থাকেন। এই সিট থেকে পুলিশ, রাজনৈতিক নেতা ও সাংবাদিকদের জন্য অতিরিক্ত টাকা আদায় করেন। পরে মাস শেষে আব্দুল খালিক ও রুবেল সকলের নিকট এই টাকা পাঠিয়ে দেন। বিদায় তাদের বাজারের কোন গরু কোথাও আটক হয়নি। বিস্তারিত আসছে—

Development by: webnewsdesign.com