রাঙ্গুনিয়া উপজেলায় একটি মাদ্রাসার ছাত্রকে (১০) বলাৎকারের অভিযোগে পুলিশ ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে। ওই শিক্ষককে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নাছির উদ্দিন (৪০) কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শাহ আহমদিয়া আজিজুল উলুম মাদরাসার শিক্ষকতা করেন।
পাশাপাশি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বে আছেন নাছির উদ্দিন।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২০ অক্টোবর) রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী ছেলেটির বাবা।
এদিকে একই মাদ্রাসায় আরো একাধিক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৪ শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এসব বিষয় নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন শামীম।
Development by: webnewsdesign.com