চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় ৭৪ লক্ষ টাকা আর্থিক অনুদান পেয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৬টি চা বাগানের ১ হাজার ৪শ’ ৮০ জন চা শ্রমিক। ১১ জানুয়ারি বিকেলে এদের প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সরকার গরিবের সরকার। সুখে-দুঃখে সকলের পাশে থাকাই এ সরকারের লক্ষ্য। বর্তমান সরকারের আমলেই দেশে গরিবের সংখ্যা কমেছে, দেশ উন্নত হয়েছে। দেশের মানুষ উন্নত জীবনযাপন করতে পারছে, নিরাপদে তাদের বাড়ি ঘরে থাকতে পারছে।’
তিনি বলেন, ‘চা-বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে বাস্তবায়ন করছে। যার সুফল দেশের চা শ্রমিকরা ভোগ করছে। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের উপকার ভোগী চা শ্রমিকরা তাদের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। বর্তমানে চা- শ্রমিকদের সন্তানরা বিশেষজ্ঞ ডাক্তারসহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।’
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নূরি, উপাধ্যক্ষ একেএম হেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার উদ্দিন প্রমুখ।
Development by: webnewsdesign.com