পত্নীতলায় বিজিবি’র অভিযান, ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার

রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | ৬:৪৭ পূর্বাহ্ণ

পত্নীতলায় বিজিবি’র অভিযান, ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার
apps

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র পাগলাদেওয়ান বিওপি’র টহল দলের অভিযানে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে ।

শনিবার ( ১১ জানুয়ারি ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক মিয়ার নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধামুইরহাট উপজেলাধীন ধামুইরহাট ইউনিয়নের রুপনারায়নপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি ঘটনার বর্নাণা দিয়ে জানান যে, প্রচলিত নিয়ম অনুযায়ী নিকটস্থ থানায় জিডি করার পরে আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।

Development by: webnewsdesign.com