নড়াইলে সংরক্ষিত মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক -১

শনিবার, ২১ মে ২০২২ | ৯:৩৩ অপরাহ্ণ

নড়াইলে সংরক্ষিত মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক -১
apps

নড়াইলে সংরক্ষিত মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক । নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে বায়েজিদ হোসেন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগি ওই নারী জানান, আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মির্জাপুর স্কুলের পূর্বদিকে আনোয়ার গাজীর বাড়িতে আমার ভাড়া করা বাসায় অবস্থান করছিলাম।

সেখানে লম্পট বায়োজিদ হঠাৎ করে আমার ঘরে ঢুকে জোর পূর্বক আমাকে ধর্ষনের চেষ্টা করে। এসময় আমি চিৎকার দিলে এলাকাবাসী আমাকে উদ্ধার করে এবং উক্ত লম্পট স.ম. বায়োজিদ হোসেনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে মির্জাপুর ক্যাম্পের ইনচার্জ সহ পুলিশ তাকে আটক করে সদর থানায় পাঠায়।

বিছালী ইউপি চেয়ারম্যান মো: হেমায়েত হোসেন ফারুক বলেন, এলাকার দ্বন্দ্বের কারনে প্রতিপক্ষরা বায়েজিদ হোসেনকে ফাঁসাতে চেষ্টা করছে।
মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ (এসআই) মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ওই ব্যক্তিকে থানায় প্রেরন করা হয়েছে।

Development by: webnewsdesign.com