“ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশু মৃত্যুর ঝুঁকি অনেকটায় কমানো সম্ভব এবং এটি শিশুর অন্ধত্ব ও রাতকানা রোগও প্রতিরোধ করে। ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়না। জয়পুরহাট সিভিল সার্জনের সম্মেলন কে অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ের সাংবাদিকদের অবহিতকরন বিষয়ক এক কর্মশালায় উপরোক্ত তথ্যগুলো জানানো হয়।
বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন ডা: শামস উদ্দীন, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রেসকাব সভাপতি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি প্রমুখ।
উল্লেখ্য, জেলায় আগামী ১১ জানুয়ারী শনিবার দিনব্যাপী মোট ৮২৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সের ১১ হাজার ১শ ৩০ জন ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১লাখ ১৫হাজার ১৬১জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Development by: webnewsdesign.com