জগন্নাথপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | ৮:১৪ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
apps

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। ১০ জানুয়ারি শুক্রবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ. সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, যুক্তরাজ্যের ডরল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মান্না রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইউনুছ মিয়া, উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল হোসেন, সাবেক সহ-সভাপতি নুরুল হক, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা, পাটলি ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাইল, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, নজরুল ইসলাম খোকন, কামরুল বক্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।

Development by: webnewsdesign.com