শত বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি ঠিকিয়ে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারী) বিকালে উপজেলার প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল বের হয়। এরপর মাঠ রক্ষার জন্য সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উপজেলাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন করেন সরাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়া।
লিখিত আবেদন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই মাঠের বর্তমান পরিধি বিনষ্ট করে বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে মাঠের মাটি কাটার কাজ শুরু করা হয়েছে। বহুতল ভবন নির্মাণের নামে মাঠের পরিধি ছোট করার অভিযোগে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিক্ষুদ্ধ লোকজন জানান, মাঠের বর্তমান পরিধি ঠিক রেখে মাঠের পশ্চিম দিকে বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণ করার স্থানীয় লোকজনের দাবিকে উপেক্ষিত করে ভবন নির্মাণের নামে শত বছরের ঐতিহ্যবাহী এই মাঠটিকে বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে। কিন্তু স্থানীয় লোকজন তা হতে দিবে না।
এ ব্যপারে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক বলেন, সকলের সাথে বৈঠক করেই বিদ্যালয়ের নতুন ভবনটির নির্মাণ কাজ করা হচ্ছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, খেলার মাঠ ঠিক রেখে বিল্ডিং নির্মাণের ব্যপারে একটি লিখিত আবেদন পেয়েছি।
Development by: webnewsdesign.com