ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইলে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে চন্দ্রনাথ রায় ওরফে জয় রায় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শনিবার (২২জানুয়ারী) রাত ১১টায় উপজেলার অরুয়াইল এলাকার শ্রী মোহনলাল জিউর মন্দির প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে।
আহত চন্দ্রনাথ রায় ওরফে জয় রায় উপজেলার অরুয়াইল গ্রামের নিতিশ রায়ের ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, এসময় আরও ৬জন আহত হয়েছে।
আহতরা হলেন, অরুয়াইলের প্রীতম রায়(২৩)পরিমল দেব(৩৫),জুটন দেব(২৩),বাবুল সূত্রধর(২৬),রমেশ দাস(৫৭),রবি দাস(৪৫)। মাথায় আঘাত পাওয়া আহত রমেশ দাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।
মোহনলাল জিউর মন্দিরের সভাপতি ও প্রত্যক্ষদর্শী বেণী মাধব রায় জানায়, রাত ১০টার দিকে মন্দির কমিটি একটা জরুরি বিষয় নিয়ে মিটিংয়ে বসে। এসময় মারামারির আওয়াজ শুনে বের হন তারা। বের হয়ে দেখেন ব্যাডমিন্টন খেলা নিয়ে অরুয়াইল দাসপাড়ার ছেলেরা রায়পাড়ার ছেলেদের সাথে মারামারি করছে। পরে মন্দির কমিটির নেতারা উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। এরপর তারা মন্দির প্রাঙ্গণে রাতে ব্যাডমিন্টন খেলা নিষেধ করে দেন।
সরাইল থানার পরিদর্শক(তদন্ত) মো. শেহাবুর রহমান বলেন,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না কি কারণে মারামারি হয়েছে।
Development by: webnewsdesign.com