ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর উপজেলায় প্রত্যেকটি জায়গায় মোবাইল কোট পরিচালনা করে যাচ্ছেন উপজেলা ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোশারফ হোসেন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় মোবাইলের মনিটরিং মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স পড়া স্বাস্থ্যবিধি মানা সহ নানান কর্মসূচি পালন করে যাচ্ছেন।
১৭/০১/২০২২ খ্রি. তারিখে নবীনগর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ও নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১ জনকে ১ টি মামলায় ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় ৪ টি মামলায় ৪ জনকে ৪ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনটি মটর সাইকেলের কোনো কাগজপত্র না থাকায় নবীনগর থানার নিকটে হস্তান্তর করা হয়। মোট ৫ টি মামলায় ৫ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নবীনগর উপজেলার বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে যাতে কোনো সমাগম না হয়, এজন্য সবাইকে সচেতন করা হয়।
আজকে অভিযান পরিচালনা করার সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করার জন্য উদ্বুদ্ধ করা হয়।
Development by: webnewsdesign.com