গত ৮ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোসাইপুরে নৌ দুর্ঘটনার সময় অসীম আচার্যের নিখোঁজের খবরে বিদ্যাকুট ইউনিয়নের ভৈরব নগর লঞ্চ ঘাটের পাশে অবস্থিত তার ঔষুধের দোকান লুটপাটের মামলায় কুখ্যাত মাদকাসক্ত কামাল (৩৭) নামের এক যুবককে রবিবার রাত আনুমানিক ১১টা সময় তার আস্তানা থেকে মাদক সেবন অবস্থায় নবীনগর থানা পুলিশ গ্রেপ্তার করেন।
এলাকাবাসী জানান কামাল ভৈরব নগরের একটি পাওয়ার পাম্পের ড্রাইভার, নাইট গার্ড ও লাইন্সম্যান। সে প্রতিরাতে পাওয়ার পাম্পে বসে
মাদক সেবন করেন এবং সে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে। তার অত্যাচারে এলাকাবাসী আতঙ্কিত।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন বলেন, সে একজন মাদকসেবী। তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে দোকান লুটপাটের ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে তিনি মনে করেন। (১৬/১) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। অপর আসামিদের ধরার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আসামি গ্রেফতারের বিষয়টি ওসি আমিনুর রশিদ দৈনিক বাংলাদেশ মিডিয়াকে নিশ্চিত করেন।
উল্লেখ্য যে অসীম কুমার আচার্য গত ৮ জানুয়ারি গোসাইপুরে কথিত নৌ দুর্ঘটনায় নিহত হন। এ ব্যাপারে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
Development by: webnewsdesign.com