মৌলভীবাজার জেলায় এমপিওভুক্ত হলো ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান 

বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২ | ৫:৫৯ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলায় এমপিওভুক্ত হলো ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান 
apps
মৌলভীবাজার জেলায় ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠান  এমপিওভুক্ত হয়েছে। বুধবার  ৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা প্রকাশ করা হয়েছে।
মৌলভীবাজার জেলার নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ: 
*নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৫টি: 
১. সোনাতলা উচ্চ বিদ্যালয়, বড়লেখা।
২. কৃষ্ণনগর বাছিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, জুড়ী।
৩. মনোহরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কুলাউড়া।
৪. অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়, রাজনগর।
৫. বদরুন নাহার ভুঁইয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কমলগঞ্জ।
 *মাধ্যমিক বিদ্যালয় ১৭টি:  
১. ছোটলিখা উচ্চ বিদ্যালয়, বড়লেখা।
২. কেছরীগুল উচ্চ বিদ্যালয়, বড়লেখা।
৩. হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়, বড়লেখা।
৪. পশ্চিম বর্ণী এ.বি. উচ্চ বিদ্যালয়, বড়লেখা।
৫. কানসাই হাকালুকি বালিকা উচ্চ বিদ্যালয়, বড়লেখা।
৬. রাঘনা বটুলি উচ্চ বিদ্যালয়, জুড়ী।
৭ . লংলা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
৮. হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
৯. রাজনগর উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
১০. শাহসুন্দর উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
১১. নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
১২. সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
১৩. অগ্রণী উচ্চ বিদ্যালয়, কুলাউড়া।
১৪. আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমী, রাজনগর।
১৫. বিএএফ শাহীন কলেজ, কমলগঞ্জ।
১৬. শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ।
১৭. শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল।
 *উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৪টি:         
১. শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, বড়লেখা।
২. ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুলাউড়া।
৩. কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ, মৌলভীবাজার সদর।
৪. তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজ, রাজনগর।
 *উচ্চ মাধ্যমিক কলেজ ৬টি:   
১. সুজানগর পাথারিয়া কলেজ, বড়লেখা।
২. এম. মুন্তাজীম আলী কলেজ, বড়লেখা।
৩. দাসের বাজার আদর্শ কলেজ, বড়লেখা।
৪. বিএএফ শাহীন কলেজ, কমলগঞ্জ।
৫. আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, কমলগঞ্জ।
৬. উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুশ শহীদ কলেজ, শ্রীমঙ্গল।
 *দাখিল পর্যায়ের মাদ্রাসা ৬টি:         
১. জায়ফরনগর ইস. মহিলা দাখিল মাদ্রাসা, জুড়ী।
২. বড়চেগ সুন্নিয়া দাখিল মাদ্রাসা, কমলগঞ্জ।
৩. গণকিয়া দাখিল মাদ্রাসা, কুলাউড়া।
৪. বাংলা টিলা দাখিল মাদ্রাসা, কুলাউড়া। ৫.মাড়কোনা দাখিল মাদ্রাসা, মৌলভীবাজার সদর।
৬. ইন্দেশ্বর কালাইরগুল দাখিল মাদ্রাসা, রাজনগর।
*আলিম পর্যায়ের মাদ্রাসা ৩টি:   
১. হযরত শাহ খাকী (র) ইসলামিয়া আলিম মাদ্রাসা, জুড়ী।
২. ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা, কুলাউড়া।
৩. উত্তর মুলাইম মল্লিক সরাই আলিম মাদ্রাসা, মৌলভীবাজার সদর।
মৌলভীবাজার জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল সম্মানিত শিক্ষক/শিক্ষিকা ও কর্মচারীকে জেলা শিক্ষা অফিস/শিক্ষা পরিবার, মৌলভীবাজার এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

Development by: webnewsdesign.com