নজরুল গানে নারীদের জাগরণের বার্তা নিয়ে হাজির সুস্মিতা আনিস এবং অর্ণব

সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | ৩:৪৫ অপরাহ্ণ

নজরুল গানে নারীদের জাগরণের বার্তা নিয়ে হাজির সুস্মিতা আনিস এবং অর্ণব
apps

সম্প্রতি কাজী নজরুল ইসলামের জাগরণী গান ‘জাগো নারী জাগো বহ্নি-শিখা’ নতুন আঙ্গিকে নিয়ে এসেছেন বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস। গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। নারীমুক্তির চিন্তা, সমাজে তাদের সম্মান, তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উদ্যোগ নেন সুস্মিতা। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা যোগাবে এই গান।
এ গান সম্পর্কে অর্ণব বলেন, ‘সংগীতে নতুনত্ব পাবেন শ্রোতারা। সুস্মিতা ভালো গেয়েছেন। কাজটি ভালো হয়েছে। ভালো লাগছে, নারী সচেনতামূলক একটি গান দিয়ে নজরুল সংগীতে আনুষ্ঠানিক যাত্রাটা হওয়ায়। ’ এই মিউজিক ভিডিওতে খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিশিষ্ট অভিনেত্রী হৃদয় শেখ-এর নৃত্যে ধরা পড়েছে নারীদের নিজেদের অধিকার নিয়ে গর্জে ওঠার নানা মুহূর্ত।
সুস্মিতা আনিস বলেন, চারিদিকে মহিলাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ হলো এই গান। নজরুলের গান উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা যোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। এই গান নারীশক্তির এক হয়ে অশুভের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ।

এছাড়াও ‘জয় হোক, জয় হোক, শান্তির জয় জয় হোক’ শিরোনামে আরেক গানে অর্ণবের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা।

Development by: webnewsdesign.com