অস্ট্রেলিয়ায় দাবানলে হাহাকার ফেলা হচ্ছে গাজর-মিষ্টি আলু ।

সোমবার, ১৩ জানুয়ারি ২০২০ | ৪:২৯ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ায় দাবানলে হাহাকার  ফেলা হচ্ছে গাজর-মিষ্টি আলু ।
apps

অস্ট্রেলিয়ায় দাবানলে হাহাকার অব্যাহত। প্রাণ গেছে কোটি কোটি বন্যপ্রাণীর। খাবারের অভাবে মৃত্যুর দোরগোড়ায় কোটি কোটি বন্যপ্রাণী। এই পরিস্থিতি সামলাতে সাধ্যমতো চেষ্ট চালাচ্ছে ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস।

হেলিকপ্টার থেকে অস্ট্রেলিয়ার দাবানলে দুর্গত পশুদের জন্য প্রচুর গাজর ও মিষ্টি আলু ছুড়ে ফেলা হয়েছে।

দুর্গত পশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছে নেটিজেনরা। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে দাবানলের গ্রাসে পড়ে অস্ট্রেলিয়া। ধ্বংস হয়ে যায় প্রায় ২০০০ বাড়ি। প্রাণ যায় ১০০ কোটিরও বেশি বন্যপ্রাণীর।

Development by: webnewsdesign.com