সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ১:১৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
apps

সিরাজগঞ্জ সদর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এবং স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্যের মোড়ক ব্যবহার না করায় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়া জাতকরণ অপরাধের দায়ে ধাঁনসিড়ি দইঘরকে ২০ হাজার টাকা, এসএস মদিনা ফুডস প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং বনলতা সুইটস এন্ড বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Development by: webnewsdesign.com