সাতক্ষীরার আশাশুনির শোভনালীর একটি মৎস্য ঘের থেকে চন্দ্র শেখর সরকার (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে শোভনালী পশ্চিম বিলের নিজেদের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তবে, পুলিশের ধারণা, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চন্দ্র শেখর সরকার শোভনালী ইউনিয়নের বৈকারঝুটি গ্রামের শংকর সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো চন্দ্র শেখর সরকার রোববার রাতের খাবার খেয়ে বাড়ি থেকে শোভনালীর পশ্চিম বিলে তাদের নিজেদের মৎস্য ঘেরে পাহারা দিতে যান। সোমবার সকালে তার খোঁজ না পেয়ে ঘের এলাকায় খুঁজতে যায় পরিবারের সদস্যরা। অনেক খোঁজা-খুঁজির এক পর্যায়ে ঘেরের ভেতরে দেয়া ডাল-পালার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্বজনরা।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com