রাজধানীতে র‌্যাব’র পৃথক অভিযানে মাদকসহ আটক ১৩

শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০ | ৭:০৯ অপরাহ্ণ

রাজধানীতে র‌্যাব’র পৃথক অভিযানে মাদকসহ আটক ১৩
apps

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ১৩ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের থেকে বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিনভর এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১০ এর (সিপিসি- ৩) কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলো- মো. ইসমাঈল আলী  (২৫), মো. সুমন (২২), মো. মাহবুব আলম (৫৩), মো. মোশারফ হোসেন (২৩), মো. সামছু (৫৫), মো. নাজিম মিয়া (৫০), মো. জনি (৩৪), মো. সাব্বির হোসেন (২৪), মো. বাবু (১৯), মো. মোজাম্মেল হোসেন (৩৫), মো. জয়নাল (৩১), মো. এমদাদুল হক (৩৮) ও মো. শাহীন (২৮)।

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার জানান, অভিযানে তাদের থেকে ১৬০ পুরিয়া হেরোইন, ১০ লিটার বিদেশি মদ, ৬ বোতল মদ, ৬টি ভদকা ক্যান, ৩৩০ গ্রাম গাঁজা, ৩৪ ক্যান বিয়ার, ১২টি মোবাইল, ১৬ হাজার টাকা ও ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Development by: webnewsdesign.com