১০ ফেব্রুয়ারি রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট চত্ত্বরে দীর্ঘদিন থেকে শিক্ষকদের দ্বিতীয় শিফটের ক্লাস বর্জনের বিরুদ্ধে ইন্সটিটিউট ছাত্রলীগ শাখার শুভ’র নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট চত্ত্বরে ১০ ফেব্রুয়ারি ২০২০ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় শিফটের সকল শিক্ষার্থী ইন্সটিটিউট ছাত্রলীগ শাখার উদ্যোগে উক্ত কর্মসূচি পালিত হলো। জানা যায়, দীর্ঘদিন ধরে দ্বিতীয় শিফটের বিষয়ে সরকারের বেতন ভাতা আংশিক বন্ধ হওয়ার কারণে শিক্ষকগণ দ্বিতীয় শিফটের ক্লাস মাঝে মাঝে বন্ধ করে আসছেন, এটি তাদের একটি আন্দোলনের বহিপ্রকাশ মাত্র। কিন্তু বর্তমানে দ্বিতীয় শিফটের ক্লাস একেবারেই বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের মহাবিপদের ফেলে দিয়েছে।
বর্তমানে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট-এ দ্বিতীয় শিফটের ক্লাস একবারে বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা মহাবিপাকে পড়েছে। একদিকে তারা শিক্ষকদের ক্লাস বর্জনের ফলে যেমন প্রতিনিয়ত শিক্ষা থেকে বঞ্ছিত হচ্ছে অন্যদিকে তারা প্রাকটিক্যাল ক্লাস থেকেও বঞ্ছিত হচ্ছে। সর্বসাকুল্যে তারা পুরো শিক্ষা থেকে বঞ্ছিত হয়ে মহা বিপদে পড়েছে। তারা না পারছে ঠিকমত লেখাপড়া করতে, না পারছে বাড়িতে যেতে না পারছে প্রাকটিক্যাল করতে। যেহেতু এই শিক্ষা ব্যবস্থায় প্রাকটিক্যাল ক্লাস খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এ অবস্থার উত্তোরণের জন্য তারা মানববন্ধর কর্মসূচি পালিত করছে। যতদিন তাদের এ সমস্যার সমাধান হবে না, ততদিন এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা উদ্যোগ গ্রহণকারী শিক্ষার্থী নেতৃবৃন্দ জানিয়েছে। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ খালেদ হোসেন-এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঠিক এমন কথাই জানিয়েছেন এবং শিক্ষার্থীদের চাওয়ার ব্যাপারে শিক্ষকদের সাথে কথা চালিয়ে যাচ্ছেন।
Development by: webnewsdesign.com