মৌলভীবাজারে করোনামুক্ত ১ হাজার ৫৮৮ জন: প্রাণ হারিয়েছেন ২১ জন

শুক্রবার, ০২ অক্টোবর ২০২০ | ৬:২৮ অপরাহ্ণ

মৌলভীবাজারে করোনামুক্ত ১ হাজার ৫৮৮ জন: প্রাণ হারিয়েছেন ২১ জন
apps

মৌলভীবাজার জেলায় দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। সিলেটের দুই ল্যাবে প্রতিদিনই মৌলভীবাজার জেলা থেকে পাঠানো নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে প্রেরিত নমুনার অধিকাংশের ফলই নেগেটিভ আসে।

গেলো ২৪ ঘণ্টায় জেলায় মাত্র ১ জনের করোনা শনাক্ত হয়েছে। যিনি শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। তবে এই সময়ে জেলার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কেউ সুস্থ বা মারা যাওয়ার তথ্য পাওয়া যায় নি।

শুক্রবার (২ অক্টোবর) মৌলভীবাজারের সিভিল সার্জনের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এই সকল তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ৫ এপ্রিল মৌলভীবাজার জেলায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭০৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

আক্রান্তের সংখ্যা বাড়লেও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অনেকে। এই পর্যন্ত জেলার ১ হাজার ৫৮৮ জন করোনামুক্ত হয়েছেন। অন্যদিকে ভাইরাসটির সংক্রমণে ২১ জন প্রাণ হারিয়েছেন।

Development by: webnewsdesign.com