মৌলভীবাজারের শেরপুর কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ৬:১৮ অপরাহ্ণ

মৌলভীবাজারের শেরপুর কুশিয়ারা নদীতে নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত
apps

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলাধীন শেরপুর হামরকোণা-ব্রাহ্মণগ্রামের যুবসমাজ এর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার মাধ্যমে গ্রাম বাংলার আদি সংস্কৃতির রূপ-লাবণ্যের দৃশ্যায়ন হয় কুশিয়ারার তীরে।

যুবসমাজের আয়োজিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার নান্দনিক রূপ, রস উপভোগে শামিল হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতকিুর রহমান দম্পতি।

নৌকাবাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের ৪ জেলার বিভিন্ন স্থান থেকে থেকে আসা ১৪টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাগুলো হচ্ছে নবীগঞ্জের সাজু ছোট বাখইড় গ্রামের শাহর তরী, সুনামগঞ্জের আলহাগদী গ্রামের সোনার বাংলা, সুনামগঞ্জের তিলক সাহারপাড়ার উড়াল পবন, বাগাউড়ার পঙ্খীরাজ, হবিগঞ্জের করিমপুর গ্রামের জয় পবন, সিলেটের শরিষপুর গ্রামের বাংলার তুফান, নবীগঞ্জের বাঘরাজ, ওসমানি নগরের বাংলার রকেট, মৌলভীবাজারের অন্তেহরির অজ্ঞান ঠাকুরের নৌকা, নবীগঞ্জের হালিতলা গ্রামের শাহজালালের তরীসহ ১৪টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নান্দনিক এ নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয় সাজু শাহর তরী, এবং রানার্স আপ হয় সোনার বাংলা তরী এবং তৃতীয় স্থান অধিকার করে উড়াল পবন নামের নৌকা।

নৌকাবাইচ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয়ী কে একটি ফ্রিজ, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জনকারী নৌকার মালিককে একটি করে ২৪ ইঞ্চি এলিডি টিভি পুরষ্কার দেয়া হয়।

নৌকাবাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেনন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, ১নং খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, যুক্তরাজ্য প্রবাসী জাবেদ আহমদ রনি, স্থানীয় আ’লীগ নেতা আব্দুল হাকিম, অলিউর রহমান, আশরাফ আলী প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- গ্রাম বাংলার ঐতিহ্যের ধারা বহনকারী নৌকাবাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন লোকজ সংস্কৃতি চর্চা ছাড়া বাঙ্গালির অতীত ঐতিহ্যকে ধরে রাখা যাবে না। নৌকাবাইচের মতো প্রতিযোগিতা যারা আয়োজন করতে পারে তারা কখনো মাদকাসক্ত হতে পারে না।

তিনি আরও বলেন নৌকার ইঞ্জিন একটি শুধু সামনে দিয়ে এগিয়ে। আর বাংলাদেশ আ’লীগের মার্কা নৌকা। শেখ হাসিনার নৌকাও উন্নয়নে এগিয়ে চলেছে। মেয়র আতিকুল ইসলাম ব্যক্তিগত পক্ষ থেকে চ্যাম্পিয়ান নৌকাকে ২৫ হাজার, রানার্স আপকে ১৫ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ১০ হাজার টাকা উপহার দেন।

Development by: webnewsdesign.com