বরগুনায় দেশের প্রথম ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’র ভিত্তিপ্রস্তর স্হাপন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | ৩:৪২ অপরাহ্ণ

বরগুনায় দেশের প্রথম ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর’র ভিত্তিপ্রস্তর স্হাপন
apps

বরগুনায় জেলা প্রশাসনের উদ্দোগ আর পরিচালনায়ন দেশে প্রথম ” বঙ্গবন্ধু নৌকা জাদুঘর”স্হাপন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় বরগুনা জেলা প্রশাসন অধিগ্রহণকৃত পরিত্যাক্ত পৌর গণগ্রন্থাগার মাঠে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্হাপন ও স্হাপনা ফলক উন্মোচন করেন বরিশাল বিভাগীয় কমিশমার ড.অমিতাভ সরকার।

এসময় জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,পুলিশ সুপার মারুফ হোসেন, জাযুঘর নির্মান কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জালাল উদ্দীন, চেম্বার অব কমার্স সভাপতি জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির,বরগুনা পৌর মেয়র শাহাদাত হোসেন,আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান,মুক্তিযুদ্ধ ৭১ এর সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আনোয়ার হোসেন।

মনোয়ার, সাবেক জেলা কমান্ডার আঃরশিদ,প্রেসক্লাব সভাপতির সন্জ্ঞীব দাস,আইনজীবী সমিতির সভাপতির আ্যডঃ আঃ রহমান নান্টু,এনজিও ফোরাম সভাপতি আঃ মোতালেব মৃধা, পিপি ভুবন চন্দ্র হালদার, জিপি মজিবর রহমান সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিক প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্হাপন করে বিভাগীয় কমিশনার ড.অমিতাভ সরকার বলেন,জেলা প্রশাসন বরগুনার সর্বস্তরের নাগরিকদের নিয়ে দেশে প্রথম বারের মতো “বঙ্গবন্ধু নৌকা জাদুঘর” স্হাপনের যে উদ্দোগ নিয়েছেন তা ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে।

বরগুনাকে এই জাদুঘরের মাধ্যমে শুধু দেশবাসী নয় বিশ্বব্যাপী নতুন করে চিনতে পারবেন। বিভাগীয় কমিশনার বলেন, পর্যটনের সম্ভবনাময় বরগুনার পর্যটন শিল্পের বিকাশে সরকারের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেয়া হবে।

Development by: webnewsdesign.com