প্রাণঘাতী করোনাভাইরাস: এবার হংকংয়ে একজনের মৃত্যু

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ১১:৫৩ পূর্বাহ্ণ

প্রাণঘাতী করোনাভাইরাস: এবার হংকংয়ে একজনের মৃত্যু
apps

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এবার আরেকজনের মৃত্যু হল হংকংয়ে।

মঙ্গলবার ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খবর দ্য স্ট্রেইট টাইমসের।

জানা গেছে, গত জানুয়ারিতে চীনের উহান শহরে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হন।
এ নিয়ে চীনের মূল ভূখণ্ডের বাইরে দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে। ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি চীনের নাগরিক। তিনি উহান শহর থেকে ফিলিপাইনে গিয়েছিলেন। এরপর সেখানেই মারা যান।

এদিকে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত সেখানে ৪২৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও প্রায় ২০ হাজার ৪৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

অপরদিকে আরও ২৩টি দেশে কমপক্ষে আরও ১৫১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

হংকংয়ে এখন পর্যন্ত ১৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।

Development by: webnewsdesign.com