পাকিস্তানের সামরিক বাহিনীর নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল বাবর ইফতিখার। বাবর ইফতিখার সামরিক বাহিনীর মুখপাত্র আসিফ গফুরের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, ওকারা জেনারেল কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন মেজর জেনারেল আসিফ গফুর। ২০১৬ সালে পাক সেনা মুখপাত্র হিসেবে যোগদান করেন আসিফ গফুর।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেশটির সেনা প্রধানের এক বৈঠকের পর এ ঘোষণা আসে। বৈঠকে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান।
Development by: webnewsdesign.com