সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে ১১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানীর রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহ-২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক ও ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
রোববার (৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মাঝে পদক প্রদান করেন। এর মধ্যে শরীয়তপুরের ডামুড্যা থানার ওসি মেহেদী হাসানও তার কর্ম দক্ষতায় পিপিএম সেবা পদক লাভ করেন।
Development by: webnewsdesign.com