চুনারুঘাট থেকে ইয়াবাসহ ১জন গ্রেফতার

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ১:০২ অপরাহ্ণ

চুনারুঘাট থেকে ইয়াবাসহ ১জন গ্রেফতার
apps

গতকাল ৭ জানুয়ারি বিকেলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর ইশতিয়াক বিন ইউসুফ এবং এএসপি আনোয়ার হোসের এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।

অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শায়েস্তাগঞ্জ এলাকায় তায়্যিবাহ (আবাসিক) হোটেল এর সামনে ফাঁকা জায়গার উপর থেকে ২৫৫ ইয়াবা ও ০১টি মোবাইলসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ আব্দুর রহিম রাজু (৩০), পিতা- মৃত আব্দুল মোতালেব, সাং- বালিয়ারি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com