কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে সংগীত শিল্পীর মর্মান্তিক মৃত্যু

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ১১:২৭ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে সংগীত শিল্পীর মর্মান্তিক মৃত্যু
কন্ঠশিল্পী আনতারা মোকারমা। সংগৃহীত ছবি
apps

কিশোরগঞ্জে এগারো সিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কন্ঠশিল্পী আনতারা মোকারমা (২২) মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ রেল স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনতারা কিশোরগঞ্জ শহরের বত্রিশ নূরানী সড়ক এলাকার মোকাম্মেল হকের মেয়ে। আনতারা মোকারমা কিশোরগঞ্জে জাতীয় ও স্থানীয়সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে অংশগ্রহণ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরের ট্রেন এগারো সিন্দুর এক্সপ্রেসে মাকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে রওনা হন আনতারা। স্টেশনে পৌঁছতেই দেখে ট্রেন ছেড়ে দিয়েছে।

এ সময় তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়েটি হয়তো তাড়াহুড়া করে ট্রেনে উঠতে গিয়েই এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে।’

Development by: webnewsdesign.com